৫০. সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 3

আনাস (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে (সালাতের) কাতারে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে -

সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #২ আরবি

اَلْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ

সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #২ উচ্চারণ

আল-‘হামদু লিল্লা-হি ‘হামদান কাছিরান ত্বয়্যিবান মুবা-রাকান ফীহ

সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #২ অনুবাদ

সকল প্রশংসা আল্লাহ্‌র; এমন প্রশংসা যা পরিমাণে বিপুল, পবিত্র ও বরকতময়।

সালাত শেষে আল্লাহ্‌র রাসূল (ﷺ) জিজ্ঞাসা করেন, “তোমাদের মধ্যে এসব বাক্য কে উচ্চারণ করল?” লোকজন চুপ থাকলে তিনি (আবার) জিজ্ঞাসা করেন, “তোমাদের মধ্যে এসব বাক্য কে উচ্চারণ করল? সে তো খারাপ কিছু বলেনি!” তখন এক ব্যক্তি বলে, “আমি এসে হাঁপাচ্ছিলাম। এরপর এ কথাগুলো বলেছি।” তখন নবী (ﷺ) বলেন, “আমি দেখলাম-কে এ বাক্যগুলো তুলে (আল্লাহ্‌র কাছে) নিয়ে যাবে, এ নিয়ে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।”

রেফারেন্সমুসলিমঃ ৬০০

সেটিংস

বর্তমান ভাষা