৫২. রুকূ থেকে ওঠার পরের দোয়া
একবার আমরা নবী (ﷺ)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে 'সামি'আল্লাহ হুলিমান 'হামিদাহ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী বলে উঠলেন -
রুকূ থেকে ওঠার পরের দোয়া আরবি
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
রুকূ থেকে ওঠার পরের দোয়া উচ্চারণ
রব্বানা- ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহ
রুকূ থেকে ওঠার পরের দোয়া অনুবাদ
হে আমাদের রব! প্রশংসা কেবল তোমারই, বিপুল পরিমাণ প্রশংসা, যা উত্তম ও বরকত-সমৃদ্ধ।
সালাত শেষে তিনি (ﷺ) জিজ্ঞাসা করেন, “একটু আগে (এ শব্দগুলো) কে বলেছে?” সে বলে, “আমি।” নবী (ﷺ) বলেন, “আমি ত্রিশ জনের বেশি ফেরেশতাকে দেখেছি, কে সর্বপ্রথম তা লিখবে-এ নিয়ে তারা প্রতিযোগিতায় নেমেছে!”
রেফারেন্সবুখারীঃ ৭৯৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সৎ নিয়তে জমজমের পানি পান করার সময়ের দোয়াদোয়া কবুলের সময় #২সালাম ফেরানোর আগে #৩সিজদায় দোয়া করামুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়াইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার সময়লাইলাতুল কদর সম্পর্কেমোরগ ডাকার সময়প্রতি রাতে কিছুক্ষণ সময়ের দোয়াআরাফার দিন আরাফার ময়দানের দোয়াফেরেশতাদের আমীন-এর সঙ্গে মুসল্লির আমীন মিলে গেলেযুলহিজ্জাহ মাসের দশ দিন