৪৯. সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #১
আল্লাহ্র রাসূল (ﷺ) এর সঙ্গে সালাত আদায় কালিন, লোকদের মধ্যে একজন বলে ওঠে -
সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #১ আরবি
اَللَّهُ أَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيْلًا
সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #১ উচ্চারণ
আল্লা-হু আকবার কাবীরান, ওয়ালহামদু লিল্লা-হি কাছিরান, ওয়াসুবহা-নাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা
সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #১ অনুবাদ
আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ, সবচাইতে বড়, অধিকাধিক প্রশংসা আল্লাহ্র জন্য এবং সকাল-সন্ধ্যায় আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করছি।
আল্লাহ্র রাসূল (ﷺ) জিজ্ঞাসা করেন, “এসব বাক্য কে উচ্চারণ করল?” লোকদের মধ্যে একজন বলল, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমি।” নবী (ﷺ) বলেন, এসব শুনে আমি চমকে ওঠেছি; কারণ এ দোয়ার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আল্লাহ্র রাসূল (ﷺ)-কে ওই কথা বলতে শোনার পর থেকে, আমি আর সেসব বাক্য (পাঠ করা) ছাড়িনি।
রেফারেন্সমুসলিমঃ ৬০১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দোয়া কবুলের সময় #১শেষ রাতের দোয়াফেরেশতাদের আমীন-এর সঙ্গে মুসল্লির আমীন মিলে গেলেইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার সময়দোয়া কবুলের সময় #২প্রতি রাতে কিছুক্ষণ সময়ের দোয়াঅন্তর যখন একনিষ্ঠভাবে আল্লাহ্মুখী থাকেমুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়াসিজদায় দোয়া করালাইলাতুল কদরের দোয়াসৎ নিয়তে জমজমের পানি পান করার সময়ের দোয়ারাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়া