৩৬. লাইলাতুল কদর সম্পর্কে

Daily DuasProtectionIslamic PrayerCategory 3

আল্লাহ্‌ তা'আলা বলেন -

লাইলাতুল কদর সম্পর্কে আরবি

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ﴿٣﴾ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ ﴿٤﴾ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾

লাইলাতুল কদর সম্পর্কে অনুবাদ

(১) নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’ (২) তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী? (৩) ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম। (৪) সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। (৫) শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।

রেফারেন্সসূরা আল-কদরঃ ৯৭:১-৫

সেটিংস

বর্তমান ভাষা