৩৬. লাইলাতুল কদর সম্পর্কে
Daily DuasProtectionIslamic PrayerCategory 3
আল্লাহ্ তা'আলা বলেন -
লাইলাতুল কদর সম্পর্কে আরবি
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ﴿٣﴾ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ ﴿٤﴾ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾
লাইলাতুল কদর সম্পর্কে অনুবাদ
(১) নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’ (২) তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী? (৩) ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম। (৪) সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। (৫) শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।
রেফারেন্সসূরা আল-কদরঃ ৯৭:১-৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সৎ নিয়তে জমজমের পানি পান করার সময়ের দোয়াদোয়া কবুলের সময় (আযান, ইকামতের বৃষ্টি ও যুদ্ধের সময়ে)দোয়া কবুলের সময় #১সালাম ফেরানোর আগে #১প্রতি রাতে কিছুক্ষণ সময়ের দোয়ারুকূ থেকে ওঠার পরের দোয়ালাইলাতুল কদরের দোয়াকারও মৃত্যুর পরঅন্তর যখন একনিষ্ঠভাবে আল্লাহ্মুখী থাকেসালাম ফেরানোর আগে #৩মুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়াযুলহিজ্জাহ মাসের দশ দিন