৩৩৭. হাজরে আসওয়াদে পোঁছে তাকবীর পাঠ

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) উটের পিঠে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। হাজরে আসওয়াদের কাছে এসে, তিনি নিজের হাতের একটি বস্তু দিয়ে এর দিকে ইশারা করে তাকবীর পাঠ করেছেন।

রেফারেন্সবুখারীঃ ১৬৩২

সেটিংস

বর্তমান ভাষা