৮৯১. কুরবানীর পশু হলে পড়বে-
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ اَللَّهُمَّ إِنَّ هَذَا مِنْكَ وَلَكَ اَللَّهُمَّ تَقَبَّلْ مِنِّي
বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার, আল্লা-হুম্মা ইন্না হা-যা মিনকা ওয়ালাক, আল্লা-হুম্মা তাকাব্বাল মিন্নী।
অনুবাদ
আল্লাহর নাম নিয়ে কুরবানী করছি। এবং আল্লাহ সব চেয়ে মহান। হে আল্লাহ! এটা তোমার তরফ থেকে এবং তোমার জন্য। হে আল্লাহ! তুমি আমার নিকট হতে কবুল কর।
পরিবারের তরফ থেকে হলে ‘তাক্বাব্বাল মিন্নী’র পর ওয়ামিন আহলি বাইতী’ যোগ করবে। কুরবানী অন্য কারো তরফ থেকে হলে অথবা আকীকার পশু হলে ‘তাকাব্বাল মিন’ বলে সেই ব্যক্তির বা শিশুর নাম নেবে। প্রকাশ যে, এই দোয়ার উপর আর কোন অতিরিক্ত দোয়া শুদ্ধ নয়।
রেফারেন্সইরওয়াউল গলীলঃ ১১১৮