৮৯১. কুরবানীর পশু হলে পড়বে-
Daily DuasProtectionIslamic PrayerCategory 18
কুরবানীর পশু হলে পড়বে- আরবি
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ اَللَّهُمَّ إِنَّ هَذَا مِنْكَ وَلَكَ اَللَّهُمَّ تَقَبَّلْ مِنِّي
কুরবানীর পশু হলে পড়বে- উচ্চারণ
বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার, আল্লা-হুম্মা ইন্না হা-যা মিনকা ওয়ালাক, আল্লা-হুম্মা তাকাব্বাল মিন্নী।
কুরবানীর পশু হলে পড়বে- অনুবাদ
আল্লাহর নাম নিয়ে কুরবানী করছি। এবং আল্লাহ সব চেয়ে মহান। হে আল্লাহ! এটা তোমার তরফ থেকে এবং তোমার জন্য। হে আল্লাহ! তুমি আমার নিকট হতে কবুল কর।
পরিবারের তরফ থেকে হলে ‘তাক্বাব্বাল মিন্নী’র পর ওয়ামিন আহলি বাইতী’ যোগ করবে। কুরবানী অন্য কারো তরফ থেকে হলে অথবা আকীকার পশু হলে ‘তাকাব্বাল মিন’ বলে সেই ব্যক্তির বা শিশুর নাম নেবে। প্রকাশ যে, এই দোয়ার উপর আর কোন অতিরিক্ত দোয়া শুদ্ধ নয়।
রেফারেন্সইরওয়াউল গলীলঃ ১১১৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হজ্জ সফরের সময় বিদায়ী দোয়াসাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বেহজ্জ এর মধ্যে দোয়াসাঈ শুরুর দোয়াহাজীকে বিদায় জানানোর দোয়ারুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়ামুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্রকাবার দিকে মুখ করে পঠিতব্য দোয়াজামরাসমূহে প্রত্যেক কংকর নিক্ষেপকালে তাকবীর বলাহাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলাসবুজ বাতির মধ্যবর্তী স্থানে পড়বেহজ্জের নিয়তকালে