৩৩৬. হাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়ম
Daily DuasProtectionIslamic PrayerCategory 18
হাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়ম আরবি
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
হাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়ম উচ্চারণ
লাব্বাইকাল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল-হামদা ওয়ান-নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক
হাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়ম অনুবাদ
আমি হাজির! হে আল্লাহ্, আমি হাজির! আমি হাজির! তোমার কোনও অংশীদার নেই; আমি হাজির! প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব-সবই তোমার! তোমার কোনও অংশীদার নেই।
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে মাথার চুল একসঙ্গে জড়ো করে এ তালবিয়া পাঠ করতে শুনেছি- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) তিনি এর চেয়ে বেশি শব্দ উচ্চারণ করেননি।
রেফারেন্সবুখারী, ১৫৪৯, মুসলিম ২/৮৪১, নং ১১৮৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সবুজ বাতির মধ্যবর্তী স্থানে পড়বেকুরবানীর পশু হলে পড়বে-হাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলাসাঈ শুরুর দোয়াজামরায় পাথর নিক্ষেপের সময় তাকবীর পাঠকাবার দিকে মুখ করে পঠিতব্য দোয়ামুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্রজামরাসমূহে প্রত্যেক কংকর নিক্ষেপকালে তাকবীর বলাউমরার নিয়তকালেরুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়াতওয়াফ কালে দুই রুকনের মাঝেজামারায় পাথর ছুড়ার পর