৩৩৬. হাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়ম
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
লাব্বাইকাল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল-হামদা ওয়ান-নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক
আমি হাজির! হে আল্লাহ্, আমি হাজির! আমি হাজির! তোমার কোনও অংশীদার নেই; আমি হাজির! প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব-সবই তোমার! তোমার কোনও অংশীদার নেই।
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে মাথার চুল একসঙ্গে জড়ো করে এ তালবিয়া পাঠ করতে শুনেছি- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) তিনি এর চেয়ে বেশি শব্দ উচ্চারণ করেননি।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
তওয়াফ কালে দুই রুকনের মাঝে
সাঈ শুরুর দোয়া
সাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বে
সবুজ বাতির মধ্যবর্তী স্থানে পড়বে
জামারায় পাথর ছুড়ার পর
রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়া
আরাফার দিন দোয়া
হজ্জ সফরের সময় বিদায়ী দোয়া
কা’বা দর্শনের সময়
হজ্জের নিয়তকালে
মুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্র
হাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা