৩৩৮. রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 18
রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়া আরবি
رَبَّنَا اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ
রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়া উচ্চারণ
রব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াক্বিনা ‘আযা-বান্না-র
রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়া অনুবাদ
হে আমাদের রব! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও।
আবদুল্লাহ ইবনুস সাইব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে দু' রুকনের মাঝখানে এ দোয়া পড়তে শুনেছি- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সহাদীসটি হাসান। আবু দাউদ, ১৮৯২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কা’বা দর্শনের সময়কুরবানীর পশু হলে পড়বে-সাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বেমাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্রজামরাসমূহে প্রত্যেক কংকর নিক্ষেপকালে তাকবীর বলাহজ্জ এর মধ্যে দোয়াহাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়মহজ্জ সফরের সময় বিদায়ী দোয়ামুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্রউমরার নিয়তকালেহাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলাজামারায় পাথর ছুড়ার পর