৩৪৩. মাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্‌র

Daily DuasProtectionIslamic PrayerCategory 18

নবী (ﷺ) ‘কাসওয়া’ নামক উষ্ট্রীতে আরোহণ করলেন, অবশেষে তিনি যখন মাশ‘আরুল হারামে (মুযদালিফার একটি স্থানে) আসেন, তখন তিনি কিবলামুখী হয়ে দোয়া করেন এবং তাকবীর বলেন -

মাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্‌র আরবি

اَللَّهُ أَكْبَرُ

মাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্‌র উচ্চারণ

আল্লা-হু আকবার

মাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্‌র অনুবাদ

আল্লাহ্‌ সবচেয়ে বড়।


লা ইলা-হা ইল্লাল্লা-হু পাঠ করেন,

لَا إِلَهَ إِلاَّ اللَّهُ

লা ইলা-হা ইল্লাল্লা-হ

অনুবাদ

একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই।


এবং তাঁর তাওহীদ বা একত্ব ঘোষণা করেন,

اَللَّهُ أَحَدٌ

আল্লা-হু আহা'দ

অনুবাদ

আল্লাহ্‌, এক-অদ্বিতীয়।

রেফারেন্সমুসলিমঃ ১২১৮

সেটিংস

বর্তমান ভাষা