৩৩৯. আরাফার দিন দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 18

নবী (ﷺ) বলেন, “সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আমি ও আমার আগেকার নবীগণ সর্বোত্তম যে দোয়াটি পড়েছেন, তা হলো -

আরাফার দিন দোয়া আরবি

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

আরাফার দিন দোয়া উচ্চারণ

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর

আরাফার দিন দোয়া অনুবাদ

আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই, তিনি একক। তাঁর কোনও অংশীদার নেই; শাসনক্ষমতা তাঁর; প্রশংসাও তাঁরই; তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

রেফারেন্সহাদীসটি হাসান। তিরমিযি, ৩৫৮৫

সেটিংস

বর্তমান ভাষা