৩৪২. হাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা
Daily DuasProtectionIslamic PrayerCategory 18
হাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা আরবি
اَللَّهُ أَكْبَرُ
হাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা উচ্চারণ
আল্লা-হু আকবার
হাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা অনুবাদ
আল্লাহ্ সবচেয়ে বড়।
রাসূলুল্লাহ্ (ﷺ) উটের উপর আরোহণ করে কা‘বা ঘর তাওয়াফ করলেন; যখনই তিনি হাজরে আসওয়াদের কাছে পৌছতেন, তখনই সেদিকে তার নিকটস্থ কিছু দিয়ে ইঙ্গিত করতেন এবং ‘আল্লাহু আকবার’ বলতেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সবুখারীঃ ১৬১৩, ১৬৩২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
মুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্রআরাফার দিন দোয়ামাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্রহজ্জের নিয়তকালেসাঈ শুরুর দোয়াহজ্জ সফরের সময় বিদায়ী দোয়াজামরাসমূহে প্রত্যেক কংকর নিক্ষেপকালে তাকবীর বলাউমরার নিয়তকালেহাজরে আসওয়াদে পোঁছে তাকবীর পাঠকা’বা দর্শনের সময়রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়াহাজীকে বিদায় জানানোর দোয়া