৮৯০. তওয়াফ কালে দুই রুকনের মাঝে
তওয়াফ কালে দুই রুকনের মাঝে আরবি
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
তওয়াফ কালে দুই রুকনের মাঝে উচ্চারণ
রাব্বানা- আ-তিনা- ফিদ্ দুন্ইয়া- হাসানাতাওঁ ওয়াফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াক্বিনা- ‘আযা-বান না-র।
তওয়াফ কালে দুই রুকনের মাঝে অনুবাদ
হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান কর। এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও।
রেফারেন্সহাসান। আবু দাউদঃ ১৮৯২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়মজামরায় পাথর নিক্ষেপের সময় তাকবীর পাঠআরাফার দিন দোয়ামুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্রসাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বেহজ্জ এর মধ্যে দোয়ামাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্রসাঈ শুরুর দোয়াকা’বা দর্শনের সময়হজ্জ সফরের সময় বিদায়ী দোয়াকাবার দিকে মুখ করে পঠিতব্য দোয়াহজ্জের নিয়তকালে