৮৮২. হজ্জ সফরের সময় বিদায়ী দোয়া
أَسْتَوْدِعُ اللَّهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ
হজ্জ সফরের সময় বিদায়ী দোয়া উচ্চারণ
আস্তাউদি’উল্লা-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তিমা 'আমা-লিক
হজ্জ সফরের সময় বিদায়ী দোয়া অনুবাদ
আল্লাহ্র কাছে গচ্ছিত রাখছি তোমার দীন, তোমার আমানত এবং তোমার কর্মের পরিণতি। (সফরের কারণে এগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়)
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৪৪৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়াজামারায় পাথর ছুড়ার পরহাজীকে বিদায় জানানোর দোয়াআরাফার দিন দোয়াহাজরে আসওয়াদে পোঁছে তাকবীর পাঠসাঈ শুরুর দোয়ামুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্রমাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্রসাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বেহাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলাকাবার দিকে মুখ করে পঠিতব্য দোয়াহজ্জ এর মধ্যে দোয়া