৯০৭. বৃষ্টি চাওয়ার দোয়া (সালাতুল ইসতিসক্বা)

Daily DuasProtectionIslamic PrayerCategory 32

বৃষ্টি চাওয়ার দোয়া (সালাতুল ইসতিসক্বা) আরবি

اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَٰنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ يَفْعَلُ مَا يُرِيْدُ اَللَّهُمَّ أَنْتَ اللَّهُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَّبَلَاغًا إِلٰى حِيْنٍ.

বৃষ্টি চাওয়ার দোয়া (সালাতুল ইসতিসক্বা) উচ্চারণ

আল্‌হাম্‌দু লিল্লাহি রাব্বিল্‌ আ'লামি-ন, আর্‌-রাহ্‌মানির্‌ রাহি-ম, মা-লিকি ইয়াওমিদ্দি-ন, লা- ইলাহা- ইল্লাল্লাহু ইয়াফ্‌’আলু মা ইউরিদ, আল্লা-হুম্মা আন্‌তাল্লা-হু লা- ইলাহা- ইল্লা- আনতাল্‌ গানীয়্যূ ওয়া নাহ্‌নুল্‌ ফুক্বারা, আন্‌যিল্‌ আলাইনাল্‌ গাইস্বা ওয়াজ’আল মা আন্‌যাল্‌তা লানা ক্বুওয়্যাতাও-ওয়া বালাগান ইলা হীন।

বৃষ্টি চাওয়ার দোয়া (সালাতুল ইসতিসক্বা) অনুবাদ

সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতের রব। তিনি পরম দয়ালু, অতি মেহেরবান, কেয়ামত-দিবসের একচ্ছত্র অধিপতি। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি যা ইচ্ছা, তা-ই করেন। হে আল্লাহ, আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। আপনি আমাদের বৃষ্টি দান করুন। যে বৃষ্টি আপনি বর্ষণ করবেন, তাকে আমাদের জন্য সুনির্দিষ্ট সময় পর্যন্ত জীবন ও জীবিকা লাভের মাধ্যম বানিয়ে দেন।

তারপর (আকাশ পানে) উভয় হাত (এতো উপরে) উঠাবে, যেন বগলের শুভ্রতা (অর্থাৎ বগলের ভেতরের অংশ) দেখা যায়। তারপর সমবেত লোকদের দিকে পিঠ দিয়ে (কেবলামুখী হয়ে) নিজের চাদর উল্টে দেবে (নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে, ডানের অংশ বামে এবং বামের অংশ ডানে করে দেবে)। এ সময় হাত (ওইভাবেই আকাশের দিকে) উঁচু করে রাখবে। তারপর লোকদের দিকে ফিরে মিম্বর থেকে নিচে নামবে এবং দুই রাকাত (ইসতেসকার) নামায পড়বে।

রেফারেন্সহাসান। আবু দাউদঃ ১১৭৩

সেটিংস

বর্তমান ভাষা