৫১৯. মেঘমালা ঘনীভূত হতে দেখলে #২

اَللَّهُمَّ إِنِّي اَعُوذُبِكَ مِنْ شَرِّهَا

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন শাররিহা-

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি এর অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই।

আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আকাশের কোনও এক দিগন্তে মেঘমালা ঘনীভূত হতে দেখলে, আল্লাহ্‌র রাসূল (ﷺ) সকল কাজ বন্ধ করে দিতেন, এমনকি সালাতে থাকলেও! এরপর সেদিকে ফিরে বলতেন - (উপরে উল্লেখিত দোয়া)

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৫০৯৯

সেটিংস

বর্তমান ভাষা