৫১৮. মেঘমালা ঘনীভূত হতে দেখলে #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 32

ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেলে নবী (ﷺ)-এর (চেহারার) রঙ বদলে যেত; তিনি তখন ঘরে ঢুকতেন, বের হতেন, সামনের দিকে যেতেন আবার পেছনের দিকে আসতেন। এরপর বৃষ্টি (শুরু) হলে, তাঁর আতঙ্কভাব চলে যেত। তাঁর চেহারা দেখে আমি তা বুঝতে পারতাম। একবার (এর কারণ সম্পর্কে) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম। জবাবে তিনি বলেন, “আয়িশা! এটি তো ওই মেঘমালার মতোও হতে পারে, যা দেখে আদ জাতির লোকেরা বলে ওঠেছিল - (২৪) অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘমালা দেখল তখন তারা বলল, ‘এ মেঘমালা আমাদেরকে বৃষ্টি দেবে’। (হূদ বলল,) বরং এটি তা-ই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এ এক ঝড়, যাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে’। (২৫) এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দেবে’। ফলে তারা এমন (ধ্বংস) হয়ে গেল যে, তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী কওমকে প্রতিফল দিয়ে থাকি। (সূরা আল-আহকাফ ৪৬:২৪-২৫)

রেফারেন্সবুখারীঃ ৩২০৬

সেটিংস

বর্তমান ভাষা