৫২৪. অশুভ ধারণার কাফফারা

اَللَّهُمَّ لَا طَيْرَ إِلاَّ طَيْرُكَ، وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ

আল্লা-হুম্মা, লা-ত্বাইরা ইল্লা- ত্বাইরুকা, ওয়ালা- খাইরা ইল্লা- খাইরুকা, ওয়ালা- ইলা-হা গাইরুক

অনুবাদ

হে আল্লাহ্‌, আপনার শুভাশুভ ছাড়া কোনো অশুভত্ব নেই, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই এবং আপনি ছাড়া কোনো ইলাহ নেই।

ইবনু উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, “অশুভ বা অযাত্রা চিন্তা করে যে ব্যক্তি তার কর্ম থেকে বিরত থাকল সে ব্যক্তি শিরকে নিপতিত হলো। সাহাবীগণ বলেন, হে আল্লাহ্‌র রাসূল, এরূপ চিন্তা মনে আসলে তার কাফফারা কী? তিনি বলেন, সে যেন (উপরের কথাগুলো) বলে।

রেফারেন্সসহীহ। সিলসিলা সহিহাঃ ১০৬৫, মুসনাদে আহমাদঃ ৭০৪৫

সেটিংস

বর্তমান ভাষা