৯০৯. বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২
اَللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هٰذِهِ الرِّيْحِ، وَخَيْرِ مَا فِيْهَا، وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ هٰذِهِ الرِّيْحِ وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২ উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্না নাস্আলুকা মিন খাইরি হা-যিহির্ রিহ, ওয়া খাইরি মা ফিহা, ওয়া খাইরি মা উমিরাত বিহী, ওয়া নাঊ’যু বিকা মিন শার্রি হা-যিহির্ রিহ, ওয়া শার্রি মা ফিহা ওয়া শার্রি মা উমিরাত বিহী।
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২ অনুবাদ
হে আল্লাহ, আমরা আপনার কাছে এই তুফানের কল্যাণ ও বরকত, যা তাতে রয়েছে তার কল্যাণ ও বরকত, যা তাকে আদেশ করা হয়েছে তার কল্যাণ ও বরকত চাই। আর এই তুফানের অকল্যাণ, যা তাতে রয়েছে তার অকল্যাণ, যা তাকে আদেশ করা হয়েছে, তার অকল্যাণ থেকে আশ্রয় চাই।
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২২৫২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৩বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪মেঘমালা ঘনীভূত হতে দেখলে #২বজ্রপাতের সময় #১ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #১বৃষ্টি পাওয়ার পর আল্লাহ্র শুকরিয়াবায়ূ প্রবাহিত / ঝড় হলে পড়ার দোয়াঅতিবৃষ্টি বন্ধের জন্য দোয়াইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #২ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #৩অনাবৃষ্টি ও অতিবৃষ্টির সময়বৃষ্টির পানি গায়ে লাগানো