৯০৯. বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 32

বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২ আরবি

اَللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هٰذِهِ الرِّيْحِ، وَخَيْرِ مَا فِيْهَا، وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ هٰذِهِ الرِّيْحِ وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ

বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২ উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্না নাস্‌আলুকা মিন খাইরি হা-যিহির্‌ রিহ, ওয়া খাইরি মা ফিহা, ওয়া খাইরি মা উমিরাত বিহী, ওয়া নাঊ’যু বিকা মিন শার্‌রি হা-যিহির্‌ রিহ, ওয়া শার্‌রি মা ফিহা ওয়া শার্‌রি মা উমিরাত বিহী।

বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২ অনুবাদ

হে আল্লাহ, আমরা আপনার কাছে এই তুফানের কল্যাণ ও বরকত, যা তাতে রয়েছে তার কল্যাণ ও বরকত, যা তাকে আদেশ করা হয়েছে তার কল্যাণ ও বরকত চাই। আর এই তুফানের অকল্যাণ, যা তাতে রয়েছে তার অকল্যাণ, যা তাকে আদেশ করা হয়েছে, তার অকল্যাণ থেকে আশ্রয় চাই।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২২৫২

সেটিংস

বর্তমান ভাষা