৫৩০. বৃষ্টি পাওয়ার পর আল্লাহ্র শুকরিয়া
مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ
মুতিরনা- বিফাদলিল্লা-হি ওয়া রহমাতি-হি
আল্লাহ্র অনুগ্রহ ও দয়ার ফলে আমরা বৃষ্টি পেয়েছি।
যাইদ ইবনু খালিদ জুহানি (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘হুদাইবিয়ায় রাতের বেলা বৃষ্টি হওয়ার পর, আল্লাহ্র রাসূল (ﷺ) আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন। সালাত শেষে, তিনি লোকদের দিকে মুখ ফিরিয়ে বলেন, “তোমরা কি জানো, তোমাদের রব কী বলেছেন?” সাহাবীগণ বলেন, “আল্লাহ্ ও তাঁর রাসূলই ভালো জানেন!” নবী (ﷺ) বলেন, “(আল্লাহ্ বলেছেন) আমার বান্দাদের মধ্যে কেউ আজ সকাল যাপন করেছে আমার প্রতি ঈমান রেখে, আর কেউ আমার প্রতি কুফরি করে। যে বলেছে- (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে) আমার উপর তার ঈমান আছে এবং সে তারকারাজির সঙ্গে কুফরি করেছে; আর যে বলেছে, “আমরা বৃষ্টি পেয়েছি অমুক অমুক তারকার কারণে, সে আমার সঙ্গে কুফরি করেছে, আর ঈমান এনেছে তারকার উপর!”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #৩
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৩
বজ্রপাতের সময় #২
মেঘমালা ঘনীভূত হতে দেখলে #১
অশুভ ধারণার কাফফারা
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #১
তীব্র বায়ুপ্রবাহ শুরু হলে
বৃষ্টির সময় দোয়া #২
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪
বৃষ্টির সময় দোয়া #১
ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #২
অতিবৃষ্টি বন্ধের জন্য দোয়া