৫২৫. অনাবৃষ্টি ও অতিবৃষ্টির সময়
اَللَّهُمَّ عَلَى ظُهُوْرِ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُوْنِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
আল্লা-হুম্মা ‘আলা যুহুরিল জিবা-লি ওয়াল আকা-মি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানা-বিতিশ শাজারি
হে আল্লাহ্! (বৃষ্টি বর্ষিত হোক) পাহাড়ের চূড়ার উপর, মালভূমিতে, বিভিন্ন উপত্যকায় ও যেখানে গাছপালা গজায়।
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ্র রাসূল (ﷺ)-এর কাছে এসে বলে, “হে আল্লাহ্র রাসূল! আমাদের জীবজন্তু গুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনি আল্লাহ্র কাছে (বৃষ্টির জন্য) দোয়া করুন!” নবী (ﷺ) আল্লাহ্র কাছে দোয়া করেন। ফলে, এক জুমুআহ থেকে আরেক জুমুআহ পর্যন্ত আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়। এরপর এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলে, “হে আল্লাহ্র রাসূল! আমাদের বাড়িঘরগুলো ধ্বংস হয়ে গিয়েছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর গবাদিপশুগুলো ধ্বংসের মুখে পতিত হয়েছে।” তখন আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে) ফলে মদীনা হতে মেঘ এমনভাবে কেটে গেল যেমন কাপড় ছিড়ে ফাঁক হয়ে যায়।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
মেঘমালা ঘনীভূত হতে দেখলে #১
বৃষ্টি চাওয়ার দোয়া (সালাতুল ইসতিসক্বা)
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #১
বজ্রপাতের সময় #১
বৃষ্টির সময় দোয়া #২
মেঘমালা ঘনীভূত হতে দেখলে #২
ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #৩
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৩
অতিবৃষ্টি বন্ধের জন্য দোয়া
বৃষ্টির সময় দোয়া #১