৫১৬. তীব্র বায়ুপ্রবাহ শুরু হলে

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “বায়ুপ্রবাহ হলো আল্লাহ্‌র (পাঠানো) সজীবতা; এটি করুণা নিয়ে আসে, আবার শাস্তিও নিয়ে আসে। তাই, বায়ুপ্রবাহ দেখলে তোমরা একে গালমন্দ কোরো না; (বরং) আল্লাহ্‌র কাছে এর কল্যাণ চাও, আর এর অনিষ্ট থেকে (তাঁর কাছে) আশ্রয় চাও।”

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ৫০৯৭

সেটিংস

বর্তমান ভাষা