৫১৬. তীব্র বায়ুপ্রবাহ শুরু হলে
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন, “বায়ুপ্রবাহ হলো আল্লাহ্র (পাঠানো) সজীবতা; এটি করুণা নিয়ে আসে, আবার শাস্তিও নিয়ে আসে। তাই, বায়ুপ্রবাহ দেখলে তোমরা একে গালমন্দ কোরো না; (বরং) আল্লাহ্র কাছে এর কল্যাণ চাও, আর এর অনিষ্ট থেকে (তাঁর কাছে) আশ্রয় চাও।”
রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ৫০৯৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪বৃষ্টির পানি গায়ে লাগানোবজ্রপাতের সময় #১বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #১বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২বৃষ্টির সময় দোয়া #২ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #২ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #১মেঘমালা ঘনীভূত হতে দেখলে #২বৃষ্টি পাওয়ার পর আল্লাহ্র শুকরিয়াবৃষ্টির সময় দোয়া #১মেঘমালা ঘনীভূত হতে দেখলে #১