৯০৬. খাবার শেষে পড়ার দোয়া
اَللَّهُمَّ أَطْعَمْتَ وَأَسْقَيْتَ، وَأَغْنَيْتَ وَأَقْنَيْتَ، وَهَدَيْتَ وَأَحْيَيْتَ، فَلَكَ الْحَمْدُ عَلَى مَا أَعْطَيْتَ
আল্লা-হুম্মা আত’আমতা ওয়া আস্ক্বাইতা, ওয়া আগ্নাইতা, ওয়া আক্বনাইতা, ওয়া হাদাইতা, ওয়া আহ্ইয়াইতা, ফালাকাল হামদু ‘আলা- মা আ’ত্বাইতা।
হে আল্লাহ, আপনি আমাকে খাদ্য ও পানীয় দান করেছেন, আপনি আমাকে পরিতৃপ্ত করেছেন এবং যথেষ্ট করেছেন, (আপনি) আমাকে পথ প্রদর্শন করেছেন এবং আমাকে জীবন দিয়েছেন, অতএব, আপনি যা দিয়েছেন তার জন্য আমি আপনার প্রশংসা করি।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যে পানাহার করাল তার জন্য দোয়া #১
দুধ খাওয়ার পরের যিক্র
খাওয়া ও পান করার মাঝের দোয়া
যে পানাহার করাল তার জন্য দোয়া #৩
খাওয়ার শুরুতে দোয়া #১.২
খাবারের পরের যিক্র
খাবার এর শেষে
শুরুতে আল্লাহ্র নাম বলতে ভুলে গেলে
খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচার
যে পানাহার করাল তার জন্য দোয়া #২
খাওয়ার শুরুতে দোয়া #১.১
খাওয়া শেষে দোয়ার গুরুত্ব