৯০৬. খাবার শেষে পড়ার দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 30
খাবার শেষে পড়ার দোয়া আরবি
اَللَّهُمَّ أَطْعَمْتَ وَأَسْقَيْتَ، وَأَغْنَيْتَ وَأَقْنَيْتَ، وَهَدَيْتَ وَأَحْيَيْتَ، فَلَكَ الْحَمْدُ عَلَى مَا أَعْطَيْتَ
খাবার শেষে পড়ার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা আত’আমতা ওয়া আস্ক্বাইতা, ওয়া আগ্নাইতা, ওয়া আক্বনাইতা, ওয়া হাদাইতা, ওয়া আহ্ইয়াইতা, ফালাকাল হামদু ‘আলা- মা আ’ত্বাইতা।
খাবার শেষে পড়ার দোয়া অনুবাদ
হে আল্লাহ, আপনি আমাকে খাদ্য ও পানীয় দান করেছেন, আপনি আমাকে পরিতৃপ্ত করেছেন এবং যথেষ্ট করেছেন, (আপনি) আমাকে পথ প্রদর্শন করেছেন এবং আমাকে জীবন দিয়েছেন, অতএব, আপনি যা দিয়েছেন তার জন্য আমি আপনার প্রশংসা করি।
রেফারেন্সসহিহ। কালিমুত ত্বায়্যিবঃ ১৯০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
খাওয়া ও পান করার মাঝের দোয়াশুরুতে আল্লাহ্র নাম বলতে ভুলে গেলেখাবারের পরের যিক্র #২খাবার এর শেষেযে পানাহার করাল তার জন্য দোয়া #৩খাওয়ার শুরুতে দোয়া #১.১খাবারের পরের যিক্রখাওয়ার শুরুতে দোয়া #১.২খাবারের পরের যিক্র #১খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচারযে পানাহার করাল তার জন্য দোয়া #২যে পানাহার করাল তার জন্য দোয়া #১