৩৪১. জামরায় পাথর নিক্ষেপের সময় তাকবীর পাঠ

ইবনু উমর (রাঃ)-এর ব্যাপারে বর্ণিত, তিনি নিকটবর্তী জামরায় (আল-জামরাতুদ দুনইয়া) সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন। প্রত্যেকবার কঙ্কর নিক্ষেপের পর, তিনি তাকবীর (আল্লাহু আকবার) পাঠ করতেন। তারপর অগ্রসর হয়ে সমতল ভূমিতে নামতেন। সেখানে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং দু' হাত তোলে দোয়া করতেন। তারপর মধ্যবর্তী জামরায় (আল-জামরাতুল উস্তা) একইভাবে কঙ্কর নিক্ষেপ করে বামদিকে গিয়ে সমতল ভূমিতে নামতেন। সেখানে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং দু' হাত তোলে দোয়া করতেন। তারপর উপত্যকার নিচের দিকে অবস্থিত জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করতেন; তবে তিনি সেখানে দাঁড়াতেন না। ইবনু উমর (রাঃ) বলতেন, “আমি নবী (ﷺ)-কে এভাবেই (কঙ্কর-নিক্ষেপ) করতে দেখেছি।”

রেফারেন্সবুখারীঃ ১৭৫১

সেটিংস

বর্তমান ভাষা