৮৯২. হালাল রিজিক লাভের দোয়া
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطَايَايَ وَذُنُوبِيْ كُلَّهَا، اَللَّهُمَّ انْعِشْنِيْ وَأَحْيِنِيْ وَارْزُقْنِيْ وَاهْدِنِيْ لِصَالِحِ الْأَعْمَالِ وَالْأَخْلَاقِ، إِنَّهٗ لَا يَهْدِيْ لِصَالِحِهَا وَلَا يَصْرِفُ سَيِّئَهَا إِلَّا أَنْتَ.
আল্লা-হুম্মাগ-ফির লি খাত্বা-ইয়া-ইয়া ওয়া যুনূবি কুল্লাহা-, আল্লা-হুম্মান ‘ইশ্নী ওয়া আহ্য়ীনি ওয়ারযুক্বনী ওয়াহদিনী লিস্বা-লিহিল আ’মা-লি ওয়াল আখলাক্বি, ইন্নাহু লা- ইয়াহদি লিস্বা-লিহিহা ওয়ালা- ইয়াছরিফু সায়্যিয়াহা- ইল্লা- আনতা।
হে আল্লাহ, আপনি আমার সকল গুনাহ্ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাকে উচ্চ মর্যাদা দান করুন। আমাকে উত্তম জীবন ও হালাল রিজিক দান করুন। উত্তম কাজ ও উন্নত আখলাকের দিকে পরিচালিত করুন। নিশ্চয় আপনি ছাড়া কেউ নেক কাজ ও উত্তম আখলাকের দিকে পরিচালিত করতে পারে না। মন্দ কর্ম ও নিকৃষ্ট চরিত্র থেকে আপনি ছাড়া অন্য কেউ রক্ষা করতে পারে না।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
পরিবার নিরাপত্তা ও শিরক থেকে বাঁচার প্রার্থনা
সন্তান লাভের জন্য
রহমত এবং সঠিক দিক নির্দেশনার দোয়া
পরিবারের ইবাদত ও রিজিক বৃদ্ধির প্রার্থনা
পিতামাতার জন্য দোয়া
ক্ষমা অনুগত ও আমল কবুলের প্রার্থনা
বন্ধ্যা ব্যক্তির সন্তান প্রার্থনা
শুকরিয়া জ্ঞাপন, কবুল আমল এবং সুসন্তান প্রার্থনা
সালাত কায়েমকারী ও ক্ষমা প্রার্থনা
পিতামাতার জন্য দোয়া
শুকরিয়া জ্ঞাপন এবং কবুল আমলের প্রার্থনা
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা