৩৪০. মুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্র
জাবির ইবনু আব্দিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর হাজ্জ বিষয়ে তার দীর্ঘ বিবরণীর একপর্যায়ে তিনি বলেন, 'এরপর আল্লাহ্র রাসূল (ﷺ) ফজরের আগ পর্যন্ত শুয়ে থাকেন। প্রভাত স্পষ্ট হয়ে ওঠার পর, এক আযান ও এক ইক্বামতের মাধ্যমে তিনি ফজরের সালাত আদায় করেন। তারপর কাসওয়ায় [১] চড়ে আল-মাশআরুল হারামে আসেন। সেখানে কিবলামুখী হয়ে আল্লাহ্র কাছে দোয়া করেন এবং আল্লাহ্ তা'আলার শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব ও একত্বের কথা ঘোষণা করেন। ভোরের আলো অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। তারপর সূর্য ওঠার আগে সেখান থেকে চলে আসেন।' [২]
রেফারেন্স[১] নবী (ﷺ)-এর বাহনের নাম
[২] মুসলিমঃ ১২১৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
জামরায় পাথর নিক্ষেপের সময় তাকবীর পাঠকুরবানীর পশু হলে পড়বে-হজ্জ সফরের সময় বিদায়ী দোয়াহাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়মকা’বা দর্শনের সময়হাজরে আসওয়াদে পোঁছে তাকবীর পাঠহাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলাজামরাসমূহে প্রত্যেক কংকর নিক্ষেপকালে তাকবীর বলাসাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বেহজ্জের নিয়তকালেমাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্ররুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে দোয়া