৩৪০. মুযদালিফায় বা আল-মাশআরুল হারামে যিক্র
Daily DuasProtectionIslamic PrayerCategory 18
জাবির ইবনু আব্দিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর হাজ্জ বিষয়ে তার দীর্ঘ বিবরণীর একপর্যায়ে তিনি বলেন, 'এরপর আল্লাহ্র রাসূল (ﷺ) ফজরের আগ পর্যন্ত শুয়ে থাকেন। প্রভাত স্পষ্ট হয়ে ওঠার পর, এক আযান ও এক ইক্বামতের মাধ্যমে তিনি ফজরের সালাত আদায় করেন। তারপর কাসওয়ায় [১] চড়ে আল-মাশআরুল হারামে আসেন। সেখানে কিবলামুখী হয়ে আল্লাহ্র কাছে দোয়া করেন এবং আল্লাহ্ তা'আলার শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব ও একত্বের কথা ঘোষণা করেন। ভোরের আলো অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। তারপর সূর্য ওঠার আগে সেখান থেকে চলে আসেন।' [২]
রেফারেন্স[১] নবী (ﷺ)-এর বাহনের নাম
[২] মুসলিমঃ ১২১৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
উমরার নিয়তকালেসাঈ শুরুর দোয়াহাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়মহাজরে আসওয়াদে পোঁছে তাকবীর পাঠহজ্জ এর মধ্যে দোয়াহজ্জের নিয়তকালেজামারায় পাথর ছুড়ার পরজামরাসমূহে প্রত্যেক কংকর নিক্ষেপকালে তাকবীর বলামাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্রহজ্জ সফরের সময় বিদায়ী দোয়াসাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বেকাবার দিকে মুখ করে পঠিতব্য দোয়া