৭৪৭. ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيْعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ
আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা- ইলা-হা ইল্লা- আনতাল-মান্না-নু, বাদী'উস সামাওয়া-তি ওয়াল আরদ্বি, ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম, ইয়া- হাইউ ইয়া- কাইউম ইন্নী আসআলুকা
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই৷ প্রশংসা কেবল তোমারই; তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই, তুমি মহানদাতা এবং মহাকাশ ও পৃথিবীর অস্তিত্বদানকারী হে মহত্ত্ব ও মহানুভবতার অধিকারী। হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি তোমার কাছেই চাই।
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-এর সঙ্গে বসে আছি। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছে। সে রুকূ, সাজদা ও তাশাহুদের পর দোয়া করে। ওই দোয়ায় সে বলে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) তখন নবী (ﷺ) তাঁর সাহাবীদের বলেন, “তোমরা কি জানো, সে কী দোয়া করেছে?” তারা বলেন, “আল্লাহ্ ও তাঁর রাসূল (ﷺ) ভালো জানেন।” নবী (ﷺ) বলেন, “শপথ সেই সত্ত্বার, যাঁর হাতে আমার প্রাণ! সে আল্লাহ্কে তাঁর মহান নাম নিয়ে ডেকেছে, যে নাম নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন এবং যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন।”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অপ্রীতিকর দিন-রাত ও খারাপ সঙ্গী থেকে আশ্রয় চাওয়া
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
গোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়ার দোয়া
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া
নিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
দ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়া
আল্লাহর মর্যাদা ও তাঁর অনুগ্রহ লাভ এবং শত্রুদের বিরুদ্ধে তাঁর প্রতিশোধ প্রার্থনা
উপকারী জ্ঞান চাওয়া
আল্লাহর ভালবাসা চাওয়ার দোয়া
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #১
সাইয়্যিদুল ইসতিগফার
দুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়া