৭৫৭. উপকারী জ্ঞান চাওয়া এবং অপকারী জ্ঞান হতে আশ্রয় চাওয়া
জাবির ইবনু আব্দিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “তোমরা আল্লাহ্র কাছে উপকারী জ্ঞান চাও আর সেই জ্ঞান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাও যা কোনও উপকারে আসবে না।”
রেফারেন্সহাসান। ইবনে মাজাহঃ ৩৮৪৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #২দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতিখারাপ প্রতিবেশী থেকে আশ্রয় চাওয়াইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১দুর্ঘটনাগ্রস্থ হওয়া থেকে মুক্তির দোয়াযা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা চাওয়ার দোয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৪সৎকর্ম ও আল্লাহর ভালোবাসা চাওয়ার দোয়াগোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়ার দোয়াযিক্র, শুকরিয়া এবং কবূলযোগ্য ইবাদতে আল্লাহর সাহায্য চাওয়াদরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়াজানা অজানা শির্ক থেকে আশ্রয় চাওয়া