৭৫৭. উপকারী জ্ঞান চাওয়া এবং অপকারী জ্ঞান হতে আশ্রয় চাওয়া

জাবির ইবনু আব্দিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “তোমরা আল্লাহ্‌র কাছে উপকারী জ্ঞান চাও আর সেই জ্ঞান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাও যা কোনও উপকারে আসবে না।”

রেফারেন্সহাসান। ইবনে মাজাহঃ ৩৮৪৩

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

সেটিংস

বর্তমান ভাষা