৭৫৭. উপকারী জ্ঞান চাওয়া এবং অপকারী জ্ঞান হতে আশ্রয় চাওয়া
জাবির ইবনু আব্দিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “তোমরা আল্লাহ্র কাছে উপকারী জ্ঞান চাও আর সেই জ্ঞান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাও যা কোনও উপকারে আসবে না।”
রেফারেন্সহাসান। ইবনে মাজাহঃ ৩৮৪৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ইচ্ছায় অনিচ্ছায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া
অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #২
মহামারী ও রোগব্যাধি থেকে আশ্রয় চাওয়ার দোয়া
তাওবা করা ও ক্ষমা চাওয়া
আল্লাহর মর্যাদা ও তাঁর অনুগ্রহ লাভ এবং শত্রুদের বিরুদ্ধে তাঁর প্রতিশোধ প্রার্থনা
নিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #২
দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #১
উপকারী জ্ঞান চাওয়া
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া
জাহান্নামের উত্তাপ এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৪