৭২০. চক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِيْ وَمِنْ شَرِّ بَصَرِيْ وَمِنْ شَرِّ لِسَانِيْ وَمِنْ شَرِّ قَلْبِيْ وَمِنْ شَرِّ مَنِيِّيْ
চক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিন শার্রি সাম্‘ই ওয়া মিন শার্রি বাস্বারী ওয়া মিন শার্রি লিসা-নী ওয়া মিন শার্রি ক্বলবী ওয়া মিন শার্রি মানিয়্যী
চক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই আমার শ্রবণশক্তির অনিষ্ট থেকে, আমার দৃষ্টিশক্তির অনিষ্ট থেকে, আমার জিহ্বার অনিষ্ট থেকে, আমার অন্তরের অনিষ্ট থেকে, এবং আমার লজ্জাস্থানের অনিষ্ট থেকে৷
শাকাল ইবনু হুমাইদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে এসে বলি, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) (আল্লাহ্র কাছে) আশ্রয় চাওয়ার জন্য আমাকে একটি দোয়া শিখিয়ে দিন।” তখন নবী (ﷺ) আমার কাঁধ ধরে বলেন, তুমি বলো- (উপরে উল্লেখিত দোয়া)
রেফারেন্সসহীহ। তিরমিযিঃ ৩৪৯২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৫ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়াআল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদাঋণের বোঝা, শত্রুর বিজয় ও উল্লাস থেকে আশ্রয় চাওয়াসহজ হিসাবের জন্য দোয়াউদ্বেগ ও দুশ্চিন্তার সময় দোয়াইসলামের অসীলায় সর্বাবস্থায় সুরক্ষা চাওয়ার দোয়াদুশ্চরিত্র ও মন্দ কর্ম থেকে আশ্রয় চাওয়ার দোয়াদ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়ামজবুত ঈমান ও শত্রুদের থেকে নিরাপত্তা চাওয়ার দোয়াজান্নাতের ভান্ডার সমূহের একটি দোয়া