৬২. যুলহিজ্জাহ মাসের দশ দিন

Daily DuasProtectionIslamic PrayerCategory 3

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “এ দিনগুলোর (অর্থাৎ দশ দিনের) নেক আমলের চেয়ে অন্য কোনও দিনের নেক আমল আল্লাহ্‌র কাছে অধিক প্রিয় নয়।” সাহাবীগণ বলেন, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আল্লাহ্‌র রাস্তায় জিহাদও নয়?” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্‌র রাস্তায় জিহাদও নয়; তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে গিয়েছে আর কোনও একটি নিয়েও ফিরে আসেনি।”

রেফারেন্সবুখারীঃ ৯৬৯

সেটিংস

বর্তমান ভাষা