৩৭. লাইলাতুল কদরের দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 3

আয়িশা (রাঃ) কে নবী (ﷺ) বলেন, তুমি বলো -

লাইলাতুল কদরের দোয়া আরবি

اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

লাইলাতুল কদরের দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্‌ কারীম, তু’হিব্বুল ‘আফ্‌ওয়া ফা'অ্‌ফু ‘আন্নী

লাইলাতুল কদরের দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি ক্ষমাশীল, মহানুভব! তুমি ক্ষমা করতে পছন্দ করো। অতএব, আমাকে ক্ষমা করে দাও।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৫১৩

সেটিংস

বর্তমান ভাষা