৬৩. এক মুসলিমের অনুপস্থিতিতে আরেক মুসলিমের দোয়া
উম্মুদ দারদা (রাঃ) থেকে বর্ণিত, তিনি সাফওয়ান (রাঃ) কে বলেন, “আপনি কি এ বছর হজ্জে যাবেন?” তিনি বলেন, “হ্যাঁ!” উম্মুদ দারদা (রাঃ) বলেন, “তা হলে আল্লাহ্র কাছে আমাদের কল্যাণের জন্য দোয়া করুন। কারণ নবী (ﷺ) বলতেন, ‘এক মুসলিমের অনুপস্থিতিতে তার আরেক মুসলিম ভাই দোয়া করলে, ওই দোয়া কবুল হয়; তার মাথার পাশে একজন ফেরেশতা থাকে, যখনই সে তার ভাইয়ের কল্যাণের জন্য দোয়া করে, তখনই তার জন্য নিযুক্ত ফেরেশতা বলে ওঠে-তোমাকেও অনুরূপ দেওয়া হোক!'
রেফারেন্সমুসলিমঃ ২৭৩৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
মুসিবতের সময়ের দোয়াতাশাহুদের সময়ে পঠিত দোয়াইউনুস (আঃ)-এর দোয়ানিরুপায় ব্যক্তির দোয়াআল্লাহ্র রাস্তায় লড়াইকারীর দোয়াযে ব্যক্তি ইসমে আযম-এর ওসীলা দিয়ে দোয়া করেদোয়া কবুলের আরেকটি সময়মজলুুমের দোয়া কবুলের উদাহরণরোযাদারের দোয়াইফতারের সময় রোযাদারের দোয়ামজলুমের দোয়াযে-ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়ে