৫৩৮. অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 33

আবদুর রহমান ইবনু আবী লাইলা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবনু আলী (রাঃ)-এর অসুস্থতার সময় আবূ মূসা (রাঃ) তাকে দেখতে আসেন। তখন আলী (রাঃ) তাকে জিজ্ঞাসা করেন, “কী জন্য এসেছেন: আত্মতৃপ্তির জন্য, নাকি রোগী-দেখার উদ্দেশে?” তিনি বলেন, “না; বরং রোগী দেখতে এসেছি।” এর পরিপ্রেক্ষিতে আলী (রাঃ) তাকে বলেন, “যদি রোগী দেখার উদ্দেশে এসে থাকেন, তা হলে শুনুন-আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যখন কোনও ব্যক্তি তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, তখন সেখানে গিয়ে বসার আগ পর্যন্ত সে জান্নাতের ফলবাগানের মধ্যে বিচরণ করতে থাকে। যখন সে বসে, তখন (আল্লাহ্‌র) রহমত তাকে আচ্ছন্ন করে রাখে। সকালবেলা রোগী দেখতে গেলে, সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে; আর সন্ধ্যাবেলা রোগী দেখতে গেলে, সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৯৬৯

সেটিংস

বর্তমান ভাষা