৫৩৮. অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১
আবদুর রহমান ইবনু আবী লাইলা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবনু আলী (রাঃ)-এর অসুস্থতার সময় আবূ মূসা (রাঃ) তাকে দেখতে আসেন। তখন আলী (রাঃ) তাকে জিজ্ঞাসা করেন, “কী জন্য এসেছেন: আত্মতৃপ্তির জন্য, নাকি রোগী-দেখার উদ্দেশে?” তিনি বলেন, “না; বরং রোগী দেখতে এসেছি।” এর পরিপ্রেক্ষিতে আলী (রাঃ) তাকে বলেন, “যদি রোগী দেখার উদ্দেশে এসে থাকেন, তা হলে শুনুন-আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যখন কোনও ব্যক্তি তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, তখন সেখানে গিয়ে বসার আগ পর্যন্ত সে জান্নাতের ফলবাগানের মধ্যে বিচরণ করতে থাকে। যখন সে বসে, তখন (আল্লাহ্র) রহমত তাকে আচ্ছন্ন করে রাখে। সকালবেলা রোগী দেখতে গেলে, সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে; আর সন্ধ্যাবেলা রোগী দেখতে গেলে, সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দোয়া
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #২
নিজের ও অন্যের রোগমুক্তির দোয়া
দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে
অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়া
বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়া
মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া
বিপদ-মুসিবতের মুখোমুখি হলে
অসুস্থতা ও বদনজরের মাসনূন দোয়া
অসুস্থ ও মৃতব্যক্তির পাশে
ব্যাথার জন্য দোয়া #১
মুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২