৫২৭. ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 32

ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #২ আরবি

اَللَّهُمَّ أَغِثْنَا، اَللَّهُمَّ أَغِثْنَا، اَللَّهُمَّ أَغِثْنَا

ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #২ উচ্চারণ

আল্লা-হুম্মা আগিছনা-। আল্লা-হুম্মা আগিছনা-। আল্লা-হুম্মা আগিছনা-

ইসতিসক্বা বা মেঘ-বৃষ্টির প্রয়োজন হলে #২ অনুবাদ

হে আল্লাহ্‌! আমাদের বৃষ্টি দাও! হে আল্লাহ্‌! আমাদের বৃষ্টি দাও! হে আল্লাহ্‌! আমাদের বৃষ্টি দাও!

আনাস (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি জুমুআর দিন মসজিদে প্রবেশ করে। আল্লাহ্‌র রাসূল (ﷺ) তখন দাঁড়িয়ে খুতবা (ভাষণ) দিচ্ছেন। ওই লোকটি বলে, “হে আল্লাহ্‌র রাসূল! (আমাদের) ধনসম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গিয়েছে; আল্লাহ্‌র কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের বৃষ্টি দেন।” এ কথা শুনে, আল্লাহ্‌র রাসূল (ﷺ) দু' হাত তুলে বলেন- (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সবুখারীঃ ১০১৪

সেটিংস

বর্তমান ভাষা