৯১১. বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪

Daily DuasProtectionIslamic PrayerCategory 32

বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪ আরবি

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا أُمِرَتْ بِهِ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا أُمِرَتْ بِهِ

বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪ উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা উমিরাত বিহী, ওয়া আ‘উযুবিকা মিন শাররি মা উমিরাত বিহী।

বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪ অনুবাদ

হে আল্লাহ, আমি আপনার কাছে এই তুফানকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তার কল্যাণ প্রার্থনা করি এবং এই তুফানকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অকল্যাণ থেকে আশ্রয় চাই।

রেফারেন্সসহীহ (ইবনে হাজার আল আসকালানী)। ফাতহুল বারীঃ ২/৬০৪, সহীহ (ওয়াদী)। সহীহ মুসনাদঃ ৭৩

সেটিংস

বর্তমান ভাষা