৫১৭. বায়ূ প্রবাহিত / ঝড় হলে পড়ার দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 32

আয়েশা (রাঃ) বলেন, ঝড় উঠলে রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলতেন -

বায়ূ প্রবাহিত / ঝড় হলে পড়ার দোয়া আরবি

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

বায়ূ প্রবাহিত / ঝড় হলে পড়ার দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আস্‌আলুকা খাইরাহা- ওয়া খাইরা মা- ফীহা-, ওয়া খাইরা মা- উর্‌সিলাত্ বিহী। ওয়া আ‘উযু বিকা মিন শার্‌রিহা-, ওয়া শার্‌রি মা- ফীহা-, ওয়া শার্‌রি মা- উর্‌সিলাত্‌ বিহী

বায়ূ প্রবাহিত / ঝড় হলে পড়ার দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে প্রার্থনা করছি এর (এ বাতাসের) কল্যাণ, এর মধ্যে বিদ্যমান কল্যাণ ও এ যা বহন করে এনেছে সে কল্যাণ। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অনিষ্ট এর মধ্যে বিদ্যমান অনিষ্ট এবং যে অনিষ্ঠ সে বহন করে এনেছে তা থেকে।

রেফারেন্সমুসলিমঃ ৮৯৯

সেটিংস

বর্তমান ভাষা