৪৭৯. প্রশংসিতের দোয়া
اَللَّهُمَّ لَا تُؤَاخِذْنِيْ بِمَا يَقُوْلُوْنَ وَاغْفِرْ لِي مَا لَا يَعْلَمُوْنَ (وَاجْعَلْنِيْ خَيْرًا مِمَّا يَظُنُّوْنَ)
আল্লা-হুম্মা লা-তু’আ-খিযনী বিমা- ইয়াক্বূলূনা, ওয়াগফিরলী মা-লা- ইয়া‘লামূনা, (ওয়াজ‘আলনী খাইরাম মিম্মা- ইয়াযুন্নূন)
হে আল্লাহ্, তারা যা বলছে তার জন্য আমাকে পাকড়াও করবেন না, তারা (আমার ব্যাপারে) যা জানে না সে ব্যাপারে আমাকে ক্ষমা করুন (এবং তারা যেরূপ ধারণা করছে আমাকে তার চেয়েও উত্তম বানিয়ে দিন)।
সাহাবী-তাবেয়ীগণের রীতি ছিল, কেউ তাদেরকে ধার্মিক বললে বা প্রশংসা করলে তাঁরা কষ্ট পেতেন। কেউ তাদের ভালো বললে তারা বলতেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাঁচির ক্ষেত্রে শিষ্টাচার
হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #৩
ক্রোধ নিয়ন্ত্রণের দোয়া
অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়
হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #১
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪
অমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবে
কাউকে প্রশংসা করার মাসনূন যিক্র
আনন্দদায়ক/পছন্দনীয় বিষয় দেখলে
তিলাওয়াতের সিজদার দোয়া
কতবার হাঁচির জবাব দিতে হবে?
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৩