৪৭৯. প্রশংসিতের দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 28
প্রশংসিতের দোয়া আরবি
اَللَّهُمَّ لَا تُؤَاخِذْنِيْ بِمَا يَقُوْلُوْنَ وَاغْفِرْ لِي مَا لَا يَعْلَمُوْنَ (وَاجْعَلْنِيْ خَيْرًا مِمَّا يَظُنُّوْنَ)
প্রশংসিতের দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা লা-তু’আ-খিযনী বিমা- ইয়াক্বূলূনা, ওয়াগফিরলী মা-লা- ইয়া‘লামূনা, (ওয়াজ‘আলনী খাইরাম মিম্মা- ইয়াযুন্নূন)
প্রশংসিতের দোয়া অনুবাদ
হে আল্লাহ্, তারা যা বলছে তার জন্য আমাকে পাকড়াও করবেন না, তারা (আমার ব্যাপারে) যা জানে না সে ব্যাপারে আমাকে ক্ষমা করুন (এবং তারা যেরূপ ধারণা করছে আমাকে তার চেয়েও উত্তম বানিয়ে দিন)।
সাহাবী-তাবেয়ীগণের রীতি ছিল, কেউ তাদেরকে ধার্মিক বললে বা প্রশংসা করলে তাঁরা কষ্ট পেতেন। কেউ তাদের ভালো বললে তারা বলতেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সসহীহ। আদাবুল মুফরাদঃ ৭৬১, ব্রাকেটের অংশ (শু'আবুল ঈমান ৪/২৮৮)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়াকতবার হাঁচির জবাব দিতে হবে?ক্রোধ নিয়ন্ত্রণের দোয়াক্ষতিকারক/অপছন্দনীয় বিষয় দেখলেঅমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৫কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়াকেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়াহাই তোলার ক্ষেত্রে শিষ্টাচারকেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়াহাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #৩অমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবে