৪৮৫. গবেষক, মুফতী ও সত্যানুসন্ধানীর দোয়া
اَللَّهُمَّ رَبَّ جِبْرَائِيْلَ وَمِيْكَائِيْلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِيْ لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِيْ مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيْمٍ
আল্লা-হুম্মা, রাব্বা জিবরা-ঈল ওয়া মীকা-ঈল ওয়া ইসরা-ফীল, ফা-তিরাস সামাওয়া-তি ওয়াল আরদ্বি, ‘আ-লিমাল ‘গাইবি ওয়াশহা-দাহ, আন্তা তা‘হ্কুমু বাইনা ‘ইবা-দিকা ফীমা- কা-নূ ফীহি ইয়া‘খ্তালিফূনাহ্-দিনী লিমা‘খ্তুলিফা ফীহি মিনাল ‘হাক্কি বিইয্নিকা ইন্নাকা তাহ্দী মান্ তাশা-উ ইলা সিরাত্বিম্ মুস্তাক্বীম
হে আল্লাহ্, জিবরাঈল, মিকাঈল ও ইসরাফীলের প্রভু, আসমানসমূহ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, আপনার বান্দারা যে সকল বিষয় নিয়ে মতভেদ করত তাদের মধ্যে সে বিষয়ে আপনিই ফয়সালা প্রদান করবেন। যে সকল বিষয়ে সত্য বা হক্ক নির্ধারণে মতভেদ হয়েছে সে সকল বিষয়ে আপনি আপনার অনুমতিতে আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আপনি যাকে ইচ্ছা করেন তাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন।
আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের (তাহাজ্জুদের) সালাতের শুরুতে এ দোয়াটি পাঠ করতেন। উল্লেখ্য যে, প্রত্যেক গবেষক, আলিম, মুফতী ও সত্যসন্ধানী মুমিনের উচিত তাহাজ্জুদের শুরুতে, সিজদায় ও অন্যান্য সকল সময়ে এ দোয়াটি বেশি বেশি পাঠ করা। নিজের গবেষণা, ইলম বা অন্য কোনো কিছুর উপর পুরোপুরি নির্ভর না করে মহান আল্লাহ্র কাছে এ দোয়ার মাধ্যমে পথনির্দেশনা চাওয়া খুবই প্রয়োজন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবে
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৩
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৫
প্রশংসিতের দোয়া
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়া
অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়
হাই তোলার ক্ষেত্রে শিষ্টাচার
হাঁচির ক্ষেত্রে শিষ্টাচার
আনন্দদায়ক/পছন্দনীয় বিষয় দেখলে
বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া
সালামের পদ্ধতি
উপকারী ইলম চাওয়ার দোয়া