৪৮২. ক্রোধ নিয়ন্ত্রণের দোয়া

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

আ'ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম

অনুবাদ

আমি আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে।

সুলাইমান ইবনু সূরাদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, এ কথাগুলি বললে ক্রোধান্বিত ব্যক্তির ক্রোধ দূরীভূত হবে। আমরা দেখেছি, ক্রোধ দমন করা এবং যার উপরে রাগ হয়েছে তাকে ক্ষমা করা আল্লাহ্‌র রহমত লাভের অন্যতম পথ। কাজেই মুমিনের উচিত ক্রোধ অনুভব করলে অর্থের দিকে লক্ষ্য করে এ বাক্যটি বারবার বলা।

রেফারেন্সবুখারীঃ ৩২৮২

সেটিংস

বর্তমান ভাষা