৪৬২. হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #১
বারা ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) আমাদের সাতটি কাজের আদেশ দিয়েছেন, আর সাতটি জিনিস নিষেধ করেছেন। তিনি আমাদের (এসব কাজের) হুকুম দিয়েছেন: রোগীর সেবা করা, জানাযার পেছনে পেছনে যাওয়া, হাঁচি দানকারীর (হাঁচির) জবাব দেওয়া, কেউ দাওয়াত দিলে তার দাওয়াতে সাড়া দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, মাযলুমকে সাহায্য করা এবং কসমকারীকে কসম ঠিক রাখার সুযোগ করে দেওয়া। আর তিনি আমাদের (এসব জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন: স্বর্ণের আংটি, রুপার পাত্র, মায়াসির (রেশমি কার্পেট), কাসসী (রেশম মিশ্রিত কাপড়), রেশমি কাপড়, দীবাজ বা কিংখাব (সোনা বা রুপা খচিত রেশমি কাপড়) ও ইস্তাক (বিশেষ ধরনের রেশমি কাপড়)।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবে
গবেষক, মুফতী ও সত্যানুসন্ধানীর দোয়া
অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়
তিলাওয়াতের সিজদার দোয়া
ক্রোধ নিয়ন্ত্রণের দোয়া
বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া
কতবার হাঁচির জবাব দিতে হবে?
কাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়া
কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়া
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪
যে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি’- তার জন্য দোয়া
হাই তোলার ক্ষেত্রে শিষ্টাচার