৪৬২. হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #১
Daily DuasProtectionIslamic PrayerCategory 28
বারা ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) আমাদের সাতটি কাজের আদেশ দিয়েছেন, আর সাতটি জিনিস নিষেধ করেছেন। তিনি আমাদের (এসব কাজের) হুকুম দিয়েছেন: রোগীর সেবা করা, জানাযার পেছনে পেছনে যাওয়া, হাঁচি দানকারীর (হাঁচির) জবাব দেওয়া, কেউ দাওয়াত দিলে তার দাওয়াতে সাড়া দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, মাযলুমকে সাহায্য করা এবং কসমকারীকে কসম ঠিক রাখার সুযোগ করে দেওয়া। আর তিনি আমাদের (এসব জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন: স্বর্ণের আংটি, রুপার পাত্র, মায়াসির (রেশমি কার্পেট), কাসসী (রেশম মিশ্রিত কাপড়), রেশমি কাপড়, দীবাজ বা কিংখাব (সোনা বা রুপা খচিত রেশমি কাপড়) ও ইস্তাক (বিশেষ ধরনের রেশমি কাপড়)।
রেফারেন্সবুখারীঃ ১২৩৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাঁচির ক্ষেত্রে শিষ্টাচারহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৫হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #২গবেষক, মুফতী ও সত্যানুসন্ধানীর দোয়াহাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #৩হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #১তিলাওয়াতের সিজদার দোয়াপ্রশংসিতের দোয়াসালামের প্রসারকাউকে প্রশংসা করার মাসনূন যিক্রহাই তোলার ক্ষেত্রে শিষ্টাচারউপকারী ইলম চাওয়ার দোয়া