৪৬১. কোনও কিছু কুলক্ষুণে মনে হলে
اَللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ
আল্লা-হুম্মা, লা-ত্বইরা ইল্লা- ত্বইরুকা, ওয়ালা- খাইরা ইল্লা- খাইরুকা, ওয়ালা- ইলা-হা গাইরুক
অনুবাদ
হে আল্লাহ্! আপনার পক্ষ থেকে অশুভ মঞ্জুর না হলে অশুভ বলে কিছু নেই। আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই। আর আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই।
রেফারেন্সসহীহ। সিলসিলা সহিহাঃ ১০৬৫, মুসনাদে আহমাদঃ ৭০৪৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কাউকে কটু কথা বলে থাকলে, তার জন্য দোয়া
আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশে কেউ আপনাকে পছন্দ করলে
কেউ আপনার জন্য ভালো কাজ করলে
চারটি বিষয় থেকে আশ্রয় চাওয়া
কাউকে হাসিখুশি দেখলে
দাজ্জাল থেকে নিরাপদ থাকার জন্য
অপর মুসলিমের প্রশংসা করতে চাইলে যা বলবে
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়া
কেউ আপনার ক্ষমার জন্য আল্লাহ্র কাছে দোয়া করলে
নিজের প্রশংসা শুনলে, যা বলা উচিত