৪৮৭. কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 28
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়া আরবি
غَفَرَ اللَّهُ لَكَ
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়া উচ্চারণ
গাফারাল্লাহু লাক
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়া অনুবাদ
আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন!
অতঃপর তিনি বললেন -
وَلَكَ
ওয়া লাকা
অনুবাদ
আর আপনাকেও। [২]
আব্দুল্লাহ ইবনে সারজিস (রাঃ) বলেন, "আমি রাসূল (ﷺ) এর কাছে গেলাম আর তাঁর কাছ থেকে খাবার খেলাম"। অতঃপর বললাম [১], (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্স[১] সহিহ (হুসাইন সালিম আসাদ)। মুসনাদ আবি ইয়া'লা ৩/১৩১
[২] সহীহ। রিয়াদুস সালেহীনঃ ১৮৫২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়াহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৩কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়াঅমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #১হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #১প্রশংসিতের দোয়াকাউকে প্রশংসা করার মাসনূন যিক্রউপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দোয়ামজলিসে যা বলতে হয়হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪তিলাওয়াতের সিজদার দোয়া