৩৩৫. সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 17

রাসূলুল্লাহ্‌ (ﷺ) সফরে যাওয়ার সময় এ দু’আ পাঠ করতেন -

সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #২ আরবি

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِيْ هَذَا مِنَ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اَللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اَللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اَللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا

সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #২ উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আস'আলুকা ফি সাফারি হাযা মিনাল-বিররি ওয়াত তাক্বওয়া, ওয়া মিনাল 'আমালি মা তারদ্বা। আল্লা-হুম্মা হাও-উইন 'আলাইনাল-মাসিরা, ওয়াত্ব-উই 'আন্না বু'দাল-আরদ্ব। আল্লা-হুম্মা আনতাস-সাহিবু ফিস সাফারি ওয়াল-খালিফাতু ফিল-আহলি। আল্লা-হুম্মা আসহাবনা ফী সাফারিনা ওয়াখলুফনা ফি আহলিনা

সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #২ অনুবাদ

হে আল্লাহ্‌! আমার এ সফরে আমি তোমার নিকট পুণ্য ও তাকওয়া এবং তোমার পছন্দনীয় কাজ করার তাওফীক প্রার্থনা করি। হে আল্লাহ্‌! আমাদের সফরটি আমাদের জন্য সহজসাধ্য করে দাও এবং আমাদের জন্য পথের ব্যবধান সংকুচিত করে দাও। হে আল্লাহ্‌! সফরে তুমিই আমাদের সঙ্গী এবং আমাদের পরিবার-পরিজনের প্রতিনিধি। হে আল্লাহ্‌! আমাদের এ সফরে তুমি আমাদের বন্ধু এবং আমাদের পরিজনের প্রতিনিধি হয়ে যাও।

রেফারেন্সসহিহ। তিরমিযিঃ ৩৪৪৭

সেটিংস

বর্তমান ভাষা