৩২৭. বাহন হোঁচট খেলে

আবুল মুলাইহ (রাঃ) থেকে বর্ণিত, এক সাহাবী বলেন, “একটি বাহনে আমি ছিলাম নবী (ﷺ)-এর সহ-আরোহী। তাঁর বাহনটি হোঁচট খেলে, আমি বলি, ‘শয়তান ধ্বংস হোক! তখন তিনি বলেন, ‘শয়তান ধ্বংস হোক-এ কথা বলো না; কারণ এ কথা বললে শয়তান (খুশিতে) ফুলে ঘরের মতো হয়ে যায়, আর সে বলে, আমার শক্তিতে (এটি হয়েছে)! বরং বলো - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

بِسْمِ اللَّهِ

বিসমিল্লা-হ

অনুবাদ

আল্লাহ্‌র নামে।

আবুল মুলাইহ (রাঃ) থেকে বর্ণিত, এক সাহাবী বলেন, “একটি বাহনে আমি ছিলাম নবী (ﷺ)-এর সহ-আরোহী। তাঁর বাহনটি হোঁচট খেলে, আমি বলি, ‘শয়তান ধ্বংস হোক! তখন তিনি বলেন, ‘শয়তান ধ্বংস হোক-এ কথা বলো না; কারণ এ কথা বললে শয়তান (খুশিতে) ফুলে ঘরের মতো হয়ে যায়, আর সে বলে, আমার শক্তিতে (এটি হয়েছে)! বরং বলো - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) কারণ, তুমি (বিসমিল্লাহ) বললে, সে ছোটো হতে হতে মাছির মতো হয়ে যায়।

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ৪৯৮২

সেটিংস

বর্তমান ভাষা