৩২৭. বাহন হোঁচট খেলে
আবুল মুলাইহ (রাঃ) থেকে বর্ণিত, এক সাহাবী বলেন, “একটি বাহনে আমি ছিলাম নবী (ﷺ)-এর সহ-আরোহী। তাঁর বাহনটি হোঁচট খেলে, আমি বলি, ‘শয়তান ধ্বংস হোক! তখন তিনি বলেন, ‘শয়তান ধ্বংস হোক-এ কথা বলো না; কারণ এ কথা বললে শয়তান (খুশিতে) ফুলে ঘরের মতো হয়ে যায়, আর সে বলে, আমার শক্তিতে (এটি হয়েছে)! বরং বলো - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
بِسْمِ اللَّهِ
বিসমিল্লা-হ
আল্লাহ্র নামে।
আবুল মুলাইহ (রাঃ) থেকে বর্ণিত, এক সাহাবী বলেন, “একটি বাহনে আমি ছিলাম নবী (ﷺ)-এর সহ-আরোহী। তাঁর বাহনটি হোঁচট খেলে, আমি বলি, ‘শয়তান ধ্বংস হোক! তখন তিনি বলেন, ‘শয়তান ধ্বংস হোক-এ কথা বলো না; কারণ এ কথা বললে শয়তান (খুশিতে) ফুলে ঘরের মতো হয়ে যায়, আর সে বলে, আমার শক্তিতে (এটি হয়েছে)! বরং বলো - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) কারণ, তুমি (বিসমিল্লাহ) বললে, সে ছোটো হতে হতে মাছির মতো হয়ে যায়।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #২
সফর ও প্রত্যাবর্তনের দোয়া
সফরে তাকবীর ও তাসবীহ পাঠ
মুসাফিরের জন্য মুক্বীম বা অবস্থানকারীর দোয়া
কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দোয়া #২
নবী (ﷺ)-এর উদ্দেশে দরুদ পড়ার মহত্ত্ব
শেষ রাতে মুসাফিরের দোয়া
বাহনে আরোহণের দোয়া
সফরে বের হলে
সফর থেকে ফেরার পথে
বাজার বা কর্মস্থলে প্রবেশের দোয়া
নৌকা ও ভাসমান যানে আরোহণের দোয়া