৩২৫. বাজার বা কর্মস্থলে প্রবেশের দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 17

বাজার বা কর্মস্থলে প্রবেশের দোয়া আরবি

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ أَهْلِهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا

বাজার বা কর্মস্থলে প্রবেশের দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা মিন্ ‘খাইরিহা- ওয়া ‘খাইরি আহ্‌লিহা- ওয়া আ‘উযু বিকা মিন শার্‌রিহা- ওয়া শার্‌রি আহ্‌লিহা-

বাজার বা কর্মস্থলে প্রবেশের দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌, আমি আপনার কাছে প্রার্থনা করছি এ স্থানের কল্যাণ ও এখানে অবস্থানরতদের কল্যাণ এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অকল্যাণ এবং এখানে অবস্থানরতদের অকল্যাণ থেকে।

আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বাজারের প্রবেশমুখে দাঁড়িয়ে বাজারের দিকে মুখ করে এ দোয়াটি পড়ে বাজারে প্রবেশ করেন।

রেফারেন্সসহীহ। তিরমিজিঃ ৩৪৪৯

সেটিংস

বর্তমান ভাষা