৩২০. মুসাফিরের জন্য মুক্বীম বা অবস্থানকারীর দোয়া

أَسْتَوْدِعُكَ اللَّهَ الَّذِيْ لَا تَضِيْعُ وَدَائِعُهُ

আস্‌তাউদি’উকাল্লা-হা আল্লাযী লা- তাদ্বী’উ ওয়াদা-য়ি’উহু

অনুবাদ

তোমাকে গচ্ছিত রাখছি আল্লাহ্‌র কাছে, যার কাছে গচ্ছিত কিছুই বিনষ্ট হয় না।

আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাকে বিদায়কালে উপরের কথাগুলি বলেন। তাহলে, মুসাফির বিদায়-দাতাকে এ দোয়া বলবেন। তবে বিদায়কালে মুসাফির ও বিদায়দাতা উভয়েই এ দোয়া পরস্পরকে বলতে পারেন।

রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ২৮২৫

সেটিংস

বর্তমান ভাষা