৩৩৪. সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 17

রাসূলুল্লাহ্‌ (ﷺ) সফরে যাওয়ার সময় এ দু’আ পাঠ করতেন -

সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #১ আরবি

اَللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ اَللَّهُمَّ اطْوِ لَنَا الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْنَا السَّفَرَ

সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #১ উচ্চারণ

আল্লা-হুম্মা, আনতাস স্বা-’হিবু ফিস সাফারি ওয়াল ‘খালীফাতু ফিল আহলি। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন্ ওয়া’সা-য়িস সাফারি ওয়া কাআ-বাতিল মুন্‌ক্বলাবি ওয়া সূয়িল মান্‌যারি ফিল আহ্‌লি ওয়াল মা-লি, আল্লা-হুম্মা-ত্বওয়ী লানাল আর্‌দ্বা ওয়া 'হাওয়্যিন আলাইনাস্‌ সাফারা

সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #১ অনুবাদ

হে আল্লাহ্‌! আপনিই (আমাদের) সফরসঙ্গী এবং পরিবারের অভিভাবক। হে আল্লাহ্‌! সফরের কষ্ট হতে, বিপদাপদে পতিত হয়ে ফিরে আসা হতে এবং সন্তান-সন্ততি ও সম্পদের উপর কুদৃষ্টি পড়া হতে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্‌! আপনি আমাদের জন্য যমিনকে অনুকূল ও সফরকে সহজ ও আরামদায়ক করে দিন।

রেফারেন্সহাসান সহিহ। আবু দাউদঃ ২৫৯৮

সেটিংস

বর্তমান ভাষা