৩৩৪. সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #১

রাসূলুল্লাহ্‌ (ﷺ) সফরে যাওয়ার সময় এ দু’আ পাঠ করতেন -

اَللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ اَللَّهُمَّ اطْوِ لَنَا الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْنَا السَّفَرَ

আল্লা-হুম্মা, আনতাস স্বা-’হিবু ফিস সাফারি ওয়াল ‘খালীফাতু ফিল আহলি। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন্ ওয়া’সা-য়িস সাফারি ওয়া কাআ-বাতিল মুন্‌ক্বলাবি ওয়া সূয়িল মান্‌যারি ফিল আহ্‌লি ওয়াল মা-লি, আল্লা-হুম্মা-ত্বওয়ী লানাল আর্‌দ্বা ওয়া 'হাওয়্যিন আলাইনাস্‌ সাফারা

অনুবাদ

হে আল্লাহ্‌! আপনিই (আমাদের) সফরসঙ্গী এবং পরিবারের অভিভাবক। হে আল্লাহ্‌! সফরের কষ্ট হতে, বিপদাপদে পতিত হয়ে ফিরে আসা হতে এবং সন্তান-সন্ততি ও সম্পদের উপর কুদৃষ্টি পড়া হতে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্‌! আপনি আমাদের জন্য যমিনকে অনুকূল ও সফরকে সহজ ও আরামদায়ক করে দিন।

রেফারেন্সহাসান সহিহ। আবু দাউদঃ ২৫৯৮

সেটিংস

বর্তমান ভাষা