৩৩১. নৌকা ও ভাসমান যানে আরোহণের দোয়া

নূহ (আঃ) নৌকায় আরোহণের সময় নিম্নবর্ণিত দোয়া পাঠ করেছিলেন -

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسٰىهَآ ۚ إِنَّ رَبِّى لَغَفُورٌ رَّحِيمٌ

বিসমিল্লা-হি মাজ্‌রাহা- ওয়া মুর্‌সা-হা- ইন্না- রব্বী লাগাফূরুর রহীম

অনুবাদ

এর (নৌকার) গতি এবং এর স্থিতি আল্লাহ্‌র নামে। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল দয়াবান’।

উল্লেখ্য যে, অত্র দোয়াটি স্থল যানে চড়ে বা আরোহণকালে বলা যাবে না। অথচ আমাদের দেশে অনেক গাড়ির সামনে এ দোয়াটি লেখা থাকে এবং গাড়ী ছাড়ার সময় সুপারভাইজার এ দোয়াটি বলে, যা নিতান্তই ভুল।

রেফারেন্সসূরা হুদ : ৪১

সেটিংস

বর্তমান ভাষা