৩৩০. সফর থেকে ফেরার পথে
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্র রাসূল (ﷺ) কোনও যুদ্ধ বা হাজ্জ অথবা উমরা থেকে ফেরার পথে, প্রত্যেক উঁচু ভূমিতে উঠে তিনবার বলতেন -
اَللَّهُ أَكْبَرُ
আল্লা-হু আকবার
আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ।
তারপর বলতেন -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর, আ-ইবূনা, তা-ইবূনা, ‘আ-বিদূনা সা-জিদূনা, লি রাব্বিনা হা-মিদূন। সাদাক্বাল্লা-হু ওয়া‘দাহু, ওয়া নাসারা ‘আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু
একমাত্র আল্লাহ্ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রব্বের প্রশংসাকারী। আল্লাহ্ তাঁর ওয়াদা বাস্তবায়ন করেছেন, তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি সকল বিরোধী দল-গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বাজার বা কর্মস্থলে প্রবেশের দোয়া
কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দোয়া #২
মুসাফিরকে বিদায় জানানোর দোয়া #১
বাজারে ঢুকার সময়
নৌকা ও ভাসমান যানে আরোহণের দোয়া
বাহনে আরোহণের দোয়া
মুসাফিরকে বিদায় জানানোর দোয়া #২
মুসাফিরের জন্য মুক্বীম বা অবস্থানকারীর দোয়া
সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #২
কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দোয়া #
মুসাফির ব্যক্তির জন্য মুকিম ব্যক্তির দোয়া
সফরে বের হলে