৩৩০. সফর থেকে ফেরার পথে

Daily DuasProtectionIslamic PrayerCategory 17

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) কোনও যুদ্ধ বা হাজ্জ অথবা উমরা থেকে ফেরার পথে, প্রত্যেক উঁচু ভূমিতে উঠে তিনবার বলতেন -

সফর থেকে ফেরার পথে আরবি

اَللَّهُ أَكْبَرُ

সফর থেকে ফেরার পথে উচ্চারণ

আল্লা-হু আকবার

সফর থেকে ফেরার পথে অনুবাদ

আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।


তারপর বলতেন -

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর, আ-ইবূনা, তা-ইবূনা, ‘আ-বিদূনা সা-জিদূনা, লি রাব্বিনা হা-মিদূন। সাদাক্বাল্লা-হু ওয়া‘দাহু, ওয়া নাসারা ‘আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু

অনুবাদ

একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রব্বের প্রশংসাকারী। আল্লাহ্‌ তাঁর ওয়াদা বাস্তবায়ন করেছেন, তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি সকল বিরোধী দল-গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন।

রেফারেন্সবুখারীঃ ১৭৯৭

সেটিংস

বর্তমান ভাষা