৩২১. মুসাফিরকে বিদায় জানানোর দোয়া #১

أَسْتَوْدِعُ اللَّهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ

আস্‌তাউদি’উল্লা-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তিমা 'আমা-লিকা

অনুবাদ

আল্লাহ্‌র কাছে গচ্ছিত রাখছি তোমার দীন, তোমার আমানত এবং তোমার কর্মের পরিণতি। (সফরের কারণে এগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়)

আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ): যখন কাউকে বিদায় জানাতেন তখন তার হাত ধরে মুসাফাহা (করমর্দন) করতেন এবং উপরের কথাগুলি বলতেন। অন্য হাদীসে আব্দুল্লাহ ইবন ইয়াযীদ খাতমী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌, যখন কোনো বাহিনীকে বিদায় জানাতেন তখন এ কথা বলতেন। তবে এক্ষেত্রে একবচন (কা)-এর পরিবর্তে বহুবচন (কুম: তোমাদের) শব্দ ব্যবহার করতেন: ‘‘আস্‌তাউদি’উল্লা-হা দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া ‘খাওয়া-তিমা আ'মা-লিকুম’’ আল্লাহ্‌র নিকট গচ্ছিত রাখছি তোমাদের দীন, তোমাদের আমানত এবং তোমাদের কর্মের পরিণতি।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৪৪৩

সেটিংস

বর্তমান ভাষা