৩২১. মুসাফিরকে বিদায় জানানোর দোয়া #১
أَسْتَوْدِعُ اللَّهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ
আস্তাউদি’উল্লা-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তিমা 'আমা-লিকা
আল্লাহ্র কাছে গচ্ছিত রাখছি তোমার দীন, তোমার আমানত এবং তোমার কর্মের পরিণতি। (সফরের কারণে এগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়)
আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ): যখন কাউকে বিদায় জানাতেন তখন তার হাত ধরে মুসাফাহা (করমর্দন) করতেন এবং উপরের কথাগুলি বলতেন। অন্য হাদীসে আব্দুল্লাহ ইবন ইয়াযীদ খাতমী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্, যখন কোনো বাহিনীকে বিদায় জানাতেন তখন এ কথা বলতেন। তবে এক্ষেত্রে একবচন (কা)-এর পরিবর্তে বহুবচন (কুম: তোমাদের) শব্দ ব্যবহার করতেন: ‘‘আস্তাউদি’উল্লা-হা দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া ‘খাওয়া-তিমা আ'মা-লিকুম’’ আল্লাহ্র নিকট গচ্ছিত রাখছি তোমাদের দীন, তোমাদের আমানত এবং তোমাদের কর্মের পরিণতি।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সফরে বের হলে
সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #১
কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দোয়া #২
মুসাফির ব্যক্তির জন্য মুকিম ব্যক্তির দোয়া
নৌকা ও ভাসমান যানে আরোহণের দোয়া
সফর ও প্রত্যাবর্তনের দোয়া
বাহন হোঁচট খেলে
সফরে বের হলে যে দু’আ পড়তে হয় #২
সফর থেকে ফেরার পথে
শেষ রাতে মুসাফিরের দোয়া
নবী (ﷺ)-এর উদ্দেশে দরুদ পড়ার মহত্ত্ব
বাহনে আরোহণের দোয়া