৩২৪. কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দোয়া #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 17

কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দোয়া #২ আরবি

اَللَّهُمَّ رَّبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ، وَرَبَّ الْأَرَضِيْنَ السَّبْعِ ومَا أَقْلَلْنَ، ورَبَّ الشَّيَاطِيْنِ ومَا أَضْلَلْنَ، ورَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا، (وَخَيْرَ مَا فِيهَا) وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا وشَرِّ مَا فِيهَا

কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দোয়া #২ উচ্চারণ

আল্লা-হুম্মা রাব্বাস সামাওয়া-তিস সাব্‌’য়ি ওয়ামা-আয্‌লাল্‌না, ওয়া রাব্বাল আরাদ্বীনাস সাব্‌য়ি ওয়ামা- আক্ক্‌লাল্‌না, ওয়া রাব্বাশ শাইয়া-ত্বীনি ওয়ামা- আদ্ব্‌লাল্‌না ওয়া রাব্বার রিয়া-’হি ওয়ামা যারাইনা আস্‌আলুকা খাইরা হা-যিহিল ক্কার্‌ইয়াতি ওয়া খাইরা আহ্‌লিহা-, (ওয়া ‘খাইরা মা- ফীহা), ওয়া না’ঊযু বিকা মিন্ শার্‌রিহা- ওয়া শার্‌রি আহ্‌লিহা- ওয়া শার্‌রি মা- ফীহা-

কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দোয়া #২ অনুবাদ

হে আল্লাহ্‌, সাত আসমান ও সেগুলোর নিম্নের সবকিছুর প্রতিপালক, সাত যমিন ও সেগুলোর উপরের সবকিছুর প্রতিপালক, শয়তানগণ ও তাদের দ্বারা বিভ্রান্তদের প্রতিপালক, বায়ুপ্রবাহ এবং যা কিছু তা বহন করে তার প্রতিপালক, আমি আপনার কাছে প্রার্থনা করছি এ জনপদের কল্যাণ, এর বাসিন্দাদের কল্যাণ (এবং এর মধ্যে যা কিছু বিদ্যমান তার কল্যাণ)। এবং আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি এ জনপদের অকল্যাণ, এর বাসিন্দাদের অকল্যাণ এবং এর মধ্যে যা কিছু বিদ্যমান তার অকল্যাণ থেকে।

সুহাইব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) কোনো জনপদ দেখলেই তথায় প্রবেশের পূর্বে এ কথাগুলো বলতেন।

রেফারেন্সহাসান লিগাইরিহি। সহীহ ইবনে খুযায়মাহঃ ২৫৬৫

সেটিংস

বর্তমান ভাষা